নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১২:৩২। ১৩ জুলাই, ২০২৫।

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে স্বপ্নবাজ বাগমারার দ্বিতীয় জয়

জুলাই ১২, ২০২৫ ৮:৪৮
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীতে চলছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর খেলা। উক্ত খেলায় দ্বিতীয় বারের মতো জয়লাভ করে স্বপ্নবাজ বাগমারা উপজেলা টিম। এদিকে দ্বিতীয় বারের মতো বিজয়ী হওয়ায় বাগমারা উপজেলা টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

শনিবার (১২জুলাই) বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটি। এতে অংশ গ্রহণ করে শক্তিশালী তানোর উপজেলা এবং বাগমারা উপজেলা দল।

হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি তানোর উপজেলা দল। খেলার নির্ধারিত সময়ে তানোর উপজেলা দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বাগমারা উপজেলা দল। বাগমারা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন আতাউর রহমান।

আরও পড়ুনঃ  ঐকমত্যে পৌঁছালে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র: আসিফ মাহমুদ

খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিলন মাহমুদ। চলতি টুর্নামেন্টের খেলায়‌ বাগমারার দ্বিতীয় এই ঐতিহাসিক জয়ে বাগমারা উপজেলা প্রশাসন উচ্ছ্বসিত ও অভিভূত।

দ্বিতীয় বারের মতো বাগমারা উপজেলা দল জয়লাভ করায় বাগমারাবাসীও উৎফুল্ল এবং উজ্জীবিত হয়েছেন। ক্রীড়া প্রেমীরা ইউএনও মহোদয়ের প্রশংসাও করছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

মাঠে উপস্থিত থেকে খেলা দেখেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, বাগমারা উপজেলা দলের প্রেস ম্যানেজার আসাদুজ্জামানান জুয়েল সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাগমারার দ্বিতীয় জয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এ খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ ও সহযোগীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আরও পড়ুনঃ  এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ

“এই জয় শুধু একটি খেলার সাফল্য নয়, বরং বাগমারার ভবিষ্যত সম্ভাবনাও উন্মোচিত হয়েছে”। আমি আশা করি “এই বিজয় আগামী দিনে বাগমারার যুব সমাজসহ অন্যান্য অংশীজনদেরও অনুপ্রাণিত করবে এবং বাগমারাকে ক্রীড়াঙ্গনে দেশের এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে”।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।