
স্টাফ রিপোর্টার: সরকারের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প থেকে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান নাবা ডেইরি এন্ড ক্যাটল ফার্ম ‘ডেইরি আইকন ২০২২’ নির্বাচিত হয়েছে। গত ১ জুন বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানী ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সম্মাননা পত্র, ক্রেস্ট ও এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়। নাবা ডেইরি এন্ড ক্যাটল ফার্ম এর ব্যবস্থাপনা পরিচালক মামুন অর রশিদ এই সম্মাননাপত্র, ক্রেস্ট ও এক লাখ টাকার চেক গ্রহণ করেন। উল্লেখ্য, দেশের দুধ উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখার জন্য এ বছর ৪১ জন খামারি ও উদ্যোক্তাকে ডেইরি আইকন পুরস্কার দিয়েছে প্রানি সম্পদ অধিদপ্তর। এ বছর ডেইরি ক্যাটাগরিতে ২০ জন, দুধ ও মাংশ প্রক্রিয়াজাত ক্যাটাগরিতে ৯ জন, পশু খাদ্য প্রক্রিয়াজাত ক্যাটাগরিতে ৮জন, খামার...
Developed by BDITHOST