
ডা. মোহাম্মদ হাসান জাফরী : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত রোগীর রেকর্ড। এর মধ্যে ঢাকার সিটির ১১৬৮ জন ও ঢাকা সিটির বাইরে সারা দেশের ৪৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ ৭ জনের ৪ জন ঢাকা সিটিতে এবং ৩ জন ঢাকা সিটির বাইরে মারা যান। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ঢাকা সিটির ৭৮ জন এবং ঢাকা সিটির বাইরে সারাদেশ ২২ জন মারা যান। চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯৪৫৪ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৩১০৯ জন এবং ঢাকা সিটির বাইরে সারা দেশে ৬৩৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।...
Developed by BDITHOST