
নাসরীন মুস্তাফা : বিশ^ স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলোতে ডেঙ্গু মহামাবিী আকারে ছড়িয়ে পড়ছে। বৃষ্টি, তাপমাত্রা আর অপরিকল্পিত অতিদ্রুত ঘটে যাওয়া নগরায়ণের ঘাড়ে দোষ চাপিয়ে এডিস ইজিপটি নামের এক দজ্জাল মেয়ে মশা দাপটের সাথে ডেঙ্গু নামের ভাইরাল জ¦র ছড়িয়ে বেড়াচ্ছে, সাথে ছড়াচ্ছে চিকনগুনিয়া, হলুদ জ¦র আর জিকা সংক্রমণ। চীনের জিন শাসনামলে (২৬৫-৪২০ খ্রিষ্টপূর্ব) একটি মেডিকেল এনসাইক্লোপেডিয়াতে ডেঙ্গু জ¦রের উল্লেখ পাওয়া যায়। সম্ভবতঃ এটাই ডেঙ্গু জ¦রের প্রথম উল্লেখ। উড়ন্ত পতঙ্গ ‘পানিবাহিত বিষ’ ছড়িয়ে এই জ¦র বাঁধায় বলে বলা হয়েছিল কারণ হিসেবে। ১৭৮৯ সালে বেঞ্জামিন রাশ রোগটিকে চিহ্নিত ও নামকরণ করার ঠিক পর পরই ডেঙ্গুর প্রথম মহামারি ছড়িয়েছিল ১৭৮০ সালে, একই সাথে এশিয়া-আফ্রিকা আর উত্তর আমেরিকাতে। তখনো সব মানুষের ভেতর ভয় ছড়িয়ে পড়েনি। মিডিয়ার বিস্তার লাভের কারণে ১৯৫০ সালে ফিলিপাইন আর থাইল্যান্ডে...
Developed by BDITHOST