গণধ্বনি ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভ‚-তত্ত¡ ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত তার বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলমকে মৃত্যুদন্ড থেকে বাঁচাতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। গত সোমবার (২২ মে) জাহাঙ্গীরের ভাই হাফেজ সোহরাব হোসেন রেজিস্ট্রি ডাকযোগে প্রধান বিচারপতির কাছে এ আবেদন করেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে। আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, আমি মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির ভাই হিসেবে এবং অল্প শিক্ষিত একজন সাধারণ মানুষ হিসেবে আমার ভাই জাহাঙ্গীর আলমকে সংবিধানের ৩৩(২) অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির ৬১ ধারা লঙ্ঘন করে আটক রেখে অবৈধভাবে স্বীকারোক্তি আদায়ের মাধ্যমে তার প্রতি অবিচার কিংবা সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে কি না সেটি খতিয়ে দেখার...
Developed by BDITHOST