অনলাইন ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে এশিয়া কাপ। তবে এই এশিয়া কাপের কিছু বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। ২৪ জুলাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। তার আগে ২৩ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে এসিসির এজিএম।
কিছুদিন আগে এসিসি সভা বাংলাদেশ থেকে সরিয়ে নিতে আহ্বান জানিয়েছিল ভারত। তবে শেষ পর্যন্ত ভারতও আসছে, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
বুলবুল বলছিলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মাদার ক্রিকেট বডি এশিয়ার। এর আগে আমরা কখনো এসএসসির কোনো বড় মিটিং হোস্ট করিনি।’
‘২৩ তারিখ অফিসিয়াল ডিনার এবং ২৪ তারিখে এসএসসির এজিএম হবে ঢাকাতে। সেখানে অলমোস্ট সব দেশ অংশগ্রহণ করবে। এটা আমাদের জন্য একটি বড় পাওয়া, এখনো পর্যন্ত সব ঠিক আছে। পরবর্তীতে বাকি তথ্য পেয়ে যাবেন।’