নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৪:৪৭। ২১ মে, ২০২৫।

ঢাকার দুই সিটি নির্বাচন আয়োজনে সিইসিকে চিঠি

মে ২০, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছেন এক ব্যক্তি। তিনি নিজেকে চিঠিতে জুলাই আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের কর্মী বলে দাবি করেছেন।

মঙ্গলবার (২০ মে) নির্বাচন কমিশনের (ইসি) প্রাপ্তি ও জারি শাখায় চিঠিটি জমা দিয়েছেন।

সিইসিকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, আমি হোসাইন মো. আনোয়ার, একজন সচেতন নাগরিক। জুলাই আন্দোলনের সংগঠক ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে : বড়াইগ্রামে হেযবুত তওহীদের মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন না হওয়ায় প্রতিনিয়ত সিটি কর্পোরেশন তালা বদ্ধ করে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে করে জন হয়রানি ও ভোগান্তি বাড়ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মো. শেখ ফজলে নুর তাপসের মেয়াদ শুরু হয় ২০২০ সালের ১৬ মে এবং তিনি গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে পালিয়ে যান। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ১৬ মে। গত ৫ আগস্ট তিনিও পালিয়ে যান এবং পরবর্তীতে গ্রেপ্তার হন। এরপর ১৯ আগস্ট দুই সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। স্বাভাবিক নিয়ম অনুসারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, গত ১৫ মে।

আরও পড়ুনঃ  আত্মপ্রকাশ করলো ‘জাতীয় যুবশক্তি’, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল

চিঠিতে ওই ব্যক্তি আরও বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের অন্তত দুই কোটি জনগণ বাস করেন। যদি নির্বাচিত প্রতিনিধি না থাকে, তাহলে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। এই বিশাল জনগোষ্ঠীর ভোগান্তির আর শেষ থাকে না। নির্বাচন না দিয়ে জনগণের দৈনন্দিন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং মারাত্মক জটিলতা তৈরি হচ্ছে, যা নগর গঠনের মানবাধিকার লঙ্ঘনের শামিল। এজন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  পাঁচ বছর পর এলো তবুও ভালো লাগছে : জয়া

এদিকে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই। তবে সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।