নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ১০:৪৯। ১২ মে, ২০২৫।

ঢাকার প্রতিটি থানা হবে সেবার রোল মডেল : ডিআইজি রেজাউল করিম

মে ১১, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : জনগণই পুলিশের মূল শক্তি। সেবার মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনতে চাই বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, ঢাকার প্রতিটি থানা, ফাঁড়ি ও সার্কেল অফিসকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার ও পুলিশি সেবা পেতে পারেন।

সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি বলেন, ‘প্রত্যেক থানায় অভিযোগ বাক্স স্থাপন করা হবে। সেবা কার্যক্রম মনিটরিং করব আমি নিজেই। সিসিটিভি স্থাপন করা হয়েছে সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে।’

তিনি আরও জানান, ঢাকা রেঞ্জের ৯৮টি থানায় নাগরিক সেবার মানোন্নয়নে নিরবচ্ছিন্ন তদারকি চালানো হবে। ‘ঢাকার সব থানা হবে জনগণের। এখান থেকে সেবা গ্রহণে কেউ বঞ্চিত হবেন না।’

ডিআইজি রেজাউল করিম ঘোষণা দিয়ে বলেন, ঢাকা রেঞ্জের জনগণের জন্য Talk to DIG নামে একটি মোবাইল অ্যাপস চালু করতে যাচ্ছি। যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য আমাকে জানাতে পারবেন। অ্যাপসে যারা তথ্য দিবেন, অবশ্যই তথ্যদাতার পরিচয় আমরা গোপন রাখবো।

ডিআইজি বলেন, আমরা জনগণের নিরাপত্তা দিতে এসেছি। আমার রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্রও চেষ্টাও করেন, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জ পুলিশের রয়েছে। আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না। বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন-পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষী, যারা দোসর হিসেবে পরিচিত তাদের গ্রেপ্তার করতে হবে।

তিনি আশ্বস্ত করে বলেন, সাধারণ মানুষ যেন সুবিচার পায়; অন্যায়-জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে। এমনকি আমিও আইনের ঊর্ধ্বে নই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ঢাকা রেঞ্জের কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরণের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়-তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা।

দায়ের করা জিডি, অভিযোগ, মামলা নিজে মনিটরিং করার ঘোষণা দিয়ে ডিআইজি বলেন, একটি দক্ষ টিম দ্বারা প্রত্যেকটি জিডি, অভিযোগ, মামলা সুনিপুণভাবে মনিটরিং করা হবে। ঢাকা রেঞ্জের আওতাধীন ৯৮টি থানায় সিসিটিভি সংবলিত মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। আমি নিজে মনিটরিং সেন্টারে থানায় সেবাগ্রহীতাদের এবং ভুক্তভোগীদের সঙ্গে ভিডিও কলে সরাসরি কথা বলবো; যাতে একজন ভুক্তভোগী থানায় এসে সবোর্চ্চ সেবাটি পেতে পারেন। ঢাকা রেঞ্জের প্রতিটি থানাকে বাংলাদেশ পুলিশের রোল মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই।

ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, গণঅভ্যুত্থানে দায়েরকৃত মামলা নিবিড়ভাবে মনিটরিং এর জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে। মনিটরিং সেলে আমি প্রত্যেকটি মামলার বাদী, ভুক্তভোগী, গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি ঢাকা রেঞ্জের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, আপনাদের প্রতি অনুরোধ, কোনো ধরণের অপরাধমূলক কাজে অংশ নেবেন না। যে যে জেলায় অবস্থান করছেন সবাই আইন ও বিধি মেনে চলুন। আমরা আপনাদের সেবার জন্য পাশে আছি। একই সাথে আমরাও আপনাদের সহযোগিতা কামনা করি। আমাদের উপর আস্থা রাখুন।
উক্ত সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবদুল মাবুদ, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), মোঃ সিদ্দিকুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) সহ ঢাকা রেঞ্জের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।