নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১২:০৪। ১৯ আগস্ট, ২০২৫।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম বদলে যাচ্ছে

আগস্ট ১৮, ২০২৫ ৯:৫১
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। আগামী বছর থেকে মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দিয়ে ‘ঢাকা বাণিজ্য মেলা’ নামে পরিচিত হবে। ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ নামে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শুরুতে রাজধানীর আগারগাঁওয়ে মেলার আয়োজন হলেও এখন এটি পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে।

ইপিবির ১৪৮তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানসহ অনেকে। সভায় বেশকিছু সদস্য নাম পরিবর্তনের বিপক্ষে মত দিলেও শেষ পর্যন্ত পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

আরও পড়ুনঃ  রাশিয়া-ইইউ তেল পাইপলাইনে হামলা, ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মেলার উদ্দেশ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানগুলোর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে উন্নতমানের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং সেগুলোর সঙ্গে স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের পরিচয় করিয়ে দেওয়া। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশ নিচ্ছে না। তারা দূতাবাস বা প্রতিনিধি দলের মাধ্যমে নয়, বরং স্থানীয় এজেন্ট বা ব্যক্তিদের মাধ্যমে অংশ নিচ্ছে। এতে করে পণ্যের মান যাচাই করা যাচ্ছে না এবং অনেক সময় নিম্নমানের পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে উপস্থাপন করা হচ্ছে। ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব কারণেই মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাশিয়া বিশাল এক শক্তি, ইউক্রেনের উচিত সমঝোতা করা: ট্রাম্প

তবে যেসব বিদেশি প্রতিষ্ঠান আগে অংশ নিয়েছে, তারা আগামীতেও অংশ নিতে পারবে। পাশাপাশি ইপিবি একটি নতুন আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, যার নাম হবে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’। এই মেলার মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের পরিচিতি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।