
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীর নিজ বাড়িতে সোমবার সন্ধ্যায় প্রয়াত হাবীবুল্লাহ প্রফেসরের স্ত্রী হাজেরা খাতুন (৭৪) খুন হয়েছেন। তিনি মেয়েদের সঙ্গে ঢাকায় অবস্থান করতেন। বাড়িতে এসেছিলেন তিনি। স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় কেয়ারটেকার ও একাধিক প্রতিবেশী হাজেরা খাতুনের সঙ্গে দেখা করতে গিয়ে রক্তাক্ত মৃত অবস্থায় মেঝেতে তাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নিহত হাজেরা খাতুনের ভাই পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম সেখানে যান। খবর পেয়ে পুলিশ সেখানে এসে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেছেন। পাকশী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, আমরা ক্রাইমসিন টিমকে খবর দিয়েছি। তারা সিরাজগঞ্জ থেকে আসছেন। তারপর প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও ছবি নিয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুনের কারণ বলা যাচ্ছে না। তদন্ত শেষে জানা যাবে। নিহতের ভাই হাবিবুল...
Developed by BDITHOST