নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:০৮। ৩১ আগস্ট, ২০২৫।

ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় যুবক নিহত

জুন ১৫, ২০২৫ ৩:৩২
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় রফিক উদ্দীন মাতুব্বর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) দুপুরে এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক উদ্দীন মাতুব্বর বরিশালের উজিরপুর উপজেলার সিরাজউদ্দীন মাতুব্বরের ছেলে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের খেলা মাঠে বসে দেখতে মানতে হবে যেসব নির্দেশনা

পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে ফিরছিলেন রফিক। পথিমধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর এলাকায় আসলে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রফিক মারা যান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, আহত ৯

এ ব্যাপারে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।