
স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাড়তি মানুষ ও যানবাহনের চাপে শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কসহ আশপাশের প্রধান সড়ক ও সংযোগ সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। শনিবার (৬ মে) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টা শেষ হয়। পরীক্ষা শেষ হতে না হতেই তীব্র যানজটের কবলে পড়ে বিভিন্ন জেলা থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। এমন পরিস্থিতিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যানজট সামলাতে হিমশিম খাচ্ছে। যদিও যানজটের বিষয়টি মাথায় রেখে ক্যাম্পাসে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলসহ ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ক্যাম্পাসে সব ধরনের ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা, ব্যক্তিগত ও অন্যান্য যানবাহন কাজলা ও বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করে মেইন...
Developed by BDITHOST