নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৪:১৪। ৭ সেপ্টেম্বর, ২০২৫।

ঢাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, আচরণবিধি নিয়ে প্রশ্ন

সেপ্টেম্বর ৬, ২০২৫ ১০:৫৬
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি অমান্য করে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল ঘোষণা দেয়, সোমবার সকাল ১১টা থেকে তারা ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালাবে। হল শাখাগুলো নিজ নিজ প্রাঙ্গণে এবং কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অংশ নেবেন।

আরও পড়ুনঃ  তুর্কি ক্লাবে ব্রাজিলিয়ান তারকা, ম্যানসিটিতে তার জায়গায় দোন্নারুমা

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগেই নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী বা সংগঠন সেবামূলক কার্যক্রম চালাতে পারবে না, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল হবে।

আরও পড়ুনঃ  এবার নারী ক্রিকেটেও কাউন্সিলরশিপ দাবি

ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।

তানভীর আল হাদী মায়েদ, ডাকসুর এজিএস প্রার্থী বলেন, ‘এটা প্রচারণা নয়, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব।’

আরও পড়ুনঃ  নতুন কুঁড়ি-২০২৫ এর সফল বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন জানান, এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।