
বাঘা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাবেক সাধারণ সম্পাদক ঋতু কর্মকার নিপা (২৩) আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ আগষ্ট) বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঋতু কর্মকার নিপা বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের নিপেন কর্মকারের মেয়ে। ঋতু কর্মকার নিপা ঢাকা রসুলপবাগের এক মেসে থাকতেন। সে পারাকুয়েট অর্থাৎ ঘাসমারা জাতীয় বিষ পান করে আত্মহত্যা করেছে বলে জানান শাহাবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন। জানা যায়, ঋতু কর্মকার নিপা ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ে রাষ্ট্র বিঞ্জান বিষয়ে ভর্তি হন। সেখান থেকে ২০২০ সালে মাষ্টার্স সম্পূর্ণ করে। লেখাপড়া করা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সে মাষ্টার্স সম্পূন্ন করে ঢাকা রসুলপবাগের এক মেসে থেকে...
Developed by BDITHOST