নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:৫৮। ১৬ জুলাই, ২০২৫।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধনে লাগবে গণভোট: আলী রীয়াজ

জুলাই ১৫, ২০২৫ ১০:৫৪
Link Copied!

অনলাইন ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে : আইন উপদেষ্টা

আলী রীয়াজ জানান, ‘সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদগুলোতে সংশোধন আনতে গণভোট অপরিহার্য। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার গঠনে মূলত দলগুলোর ভিন্নমত নেই। তবে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে এখনো পদ্ধতিগত বিষয়ে ঐক্য হয়নি। বিষয়টি নিরসনে রাজনৈতিক দলগুলো কমিশনকে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দিয়েছে।’

আরও পড়ুনঃ  চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরো করা ঘাতক স্বামী গ্রেপ্তার

কমিশন এখন দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করে এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে শিগগির একটি মতামত দেবে বলেও জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘প্রধান উপদেষ্টা কীভাবে নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়ে আশা করছি আগামী সপ্তাহে একটা সমাধানে পৌঁছানো যাবে। কারণ কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।