
মোঃ তৌহিদুজ্জামান : মাত্র দুই দশক আগেও অধিক জনসংখ্যা আমাদের দেশের প্রধান সমস্যা হিসেবে বিবেচিত ছিল। আজ সেই জনসংখ্যাই আমাদের সম্পদ হিসেবে চিহ্নিত হচ্ছে। সাম্প্রতীক সময়ে বিশ্বের অনেক নামকরা গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক বিকাশের পূর্বাভাস দিয়েছে। এ প্রতিষ্ঠানগুলো তাদের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে আমাদের মানবসম্পদকে যে বিবেচনায় নিয়েছে, তা বলাই বাহুল্য। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা জনমিতিক লভ্যাংশে অবস্থান করছে। ২০০৭ সাল থেকে শুরু হওয়া এই স্বর্ণসময় ২০৩৮ সাল পর্যন্ত অব্যহত থাকার পূর্বভাস রয়েছে। বর্তমানে দেশে মোট জনগোষ্ঠীর ৬৮ শতাংশই কর্মক্ষম। আর এই কর্মক্ষম মানুষগুলোর অধিকাংশই তরুণ। প্রতিবছর ২২ লাখ তরুণ আমাদের শ্রমবাজারে যুক্ত হচ্ছে। এখন জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির বিপুল চাহিদা রয়েছে যা আমাদের সামনে বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এতসব ইতিবাচক দিক এবং সম্ভাবনা থাকা সত্বেও...
Developed by BDITHOST