নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১০:৫৭। ২৭ অক্টোবর, ২০২৫।

তানোরের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সাবিহা সুলতানা

অক্টোবর ২৭, ২০২৫ ৭:৫৩
Link Copied!

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা সুলতানা। তিনি চলতি মাসের ৬ তারিখে তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এই দায়িত্ব পাওয়াকে কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মচারীসহ শিক্ষার্থীরা পজিটিভ হিসেবে নিয়ে বলছেন, হারিয়ে যাওয়া কলেজটির গৌরব আবারো ফিরবে এমনটি প্রশ্যাশা করছেন তারা।

তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ক্যামিষ্ট্রি বিভাগের শিক্ষক হাফিজুর রহমান বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পরও নিতি নিয়মিত ভাবেই ক্লাশ নিচ্ছেন। এর আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভা অধ্যক্ষরা নিয়মিত ক্লাস নিতেন না। তিনি বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাযিত্ব নেয়ার পর ক্লাশে শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ফিরতে শুরু করেছে কলেজের নিয়ম শৃঙ্খলা।

তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নির্মল দাস বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম অত্যন্ত বিনয়ী, কর্মঠ এবং মেধাবী একজন শিক্ষক। তিনি বলেন, উনি নিয়মিত কলেজে আসেন এবং সকল বিষয়ে গুরুত্ব সহকারে শিক্ষকদের সাথে আলোচনা করছেন কিভাবে শিক্ষার গুনগত মান বৃদ্ধি করা যায়। খাইরুল ইসলাম নামের শরীর চর্চা বিষয়ের শিক্ষক বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম কোন অন্যায়ের কাছে আপোষ করেন না, উনার কাছে এই কলেজটি সকলেই একটি পরিবারের মত উনার কাছে স্বজন প্রীতি চলবে না।

তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের শিক্ষক ড’ মো: মোখলেছুর রহমান বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম পরিচ্ছন্ন মনের মানুষ, উনি স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাষী। উনি সকলকে নিয়েই কলেজের গুনগুন ও মান সম্মত শিক্ষা ও উন্নয়নের জন্য প্রকাশ্যে সকলকেই নিয়েই আরোচনা করছেন। আমরা সবাই উনার এমন কাজে সহযোগিতা করছি এবং করবো। তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের সহকারী লাইব্রেরিয়ান শিক্ষক সোহেল রানা বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার পর শিক্ষার্থীসহ শিক্ষকরা ক্লাশ মুখী হয়েছেন।

তানোর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ বলেন, তানোর উপজেলার কোন কলেজেই কখনো কোন নারী অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার রেকর্ড নেই। তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা সুলতানা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে রেকর্ড গড়লেন আমরা উনার মঙ্গল কামনা করছি। একই কথা বলেছেন মুন্ডমালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামসহ বেশ কযেকটি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার শিক্ষানুরাগীরা।

এবিষয়ে তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা বলেন, আমি ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে নিয়মিতই ক্লাশ নিতাম এখনো তা অব্যাহত থাকবে। তিনি বলেন, কলেজের কলেজের সকলকে নিয়েই শিকার গুণগত মান উন্নয়ন ও সব কিছুরই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কলেজের জরাজীর্ণ মহিলা হোষ্টেলটি সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে যে হোষ্টেলে আমিও থাকতে চাই যেন শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি হয়। তিনি এই কলেজের হারিয়ে যাওয়া ঐতিহ্য পিরিয়ে আনতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।