মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর তানোরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন প্রশাসন। রাজশাহীর তানোর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও বহনের দায়ে তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্বনাথ শর্মাকে পাঁচ লাখ টাকা এবং মাটি দালাল সালাম বেপারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি জব্দ করে মেশিন দুটি বিকল করে দেওয়া হয়। বুধবার গভীর রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন তানোর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক। প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমির ডাঙ্গা অংশ থেকে রাতের আঁধারে কেটে নেওয়া মাটি তামান্না হিমাগারের জমি ও পাশ্ববর্তী জলাশয় ভরাটের কাজে ব্যবহার করা...
Developed by BDITHOST