
মোঃ মমিনুল ইসলাম মুন : রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষিনির্ভর তানোর উপজেলা জুড়ে এবারের আমণ মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার সর্বত্র এখন শোভা পাচ্ছে পাকা ধানের সোনালি আভা। মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম জুড়ে দোল খাচ্ছে কৃষকের হাজারো স্বপ্নের শীষ। অনেক স্থানে ধান কাটা-মাড়াই ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়েছে। কৃষকরা জানান, শুরুতে বৃষ্টির অভাব ও সারের সিন্ডিকেটের কারণে চাষাবাদে বেশ ভোগান্তিতে পড়তে হয়। তবে রোপণের পরপরই অনুকূল আবহাওয়া ও সময়োপযোগী বৃষ্টিপাত হওয়ায় রোগ-বালাইয়ের আক্রমণ তুলনামূলক কম দেখা গেছে। এতে কৃষকদের মনে নতুন আশা জেগেছে। যদিও ধানের বাজারমূল্য কম হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তানোর উপজেলায়...
Developed by BDITHOST