তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর সেন্দুকাই ইসলাহিয়া শিশু সদনের আবাসিক ভবনে (এতিম খানা) বৈদ্যতিক স্বর্ট সার্কিটের অগ্নিকান্ড ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এঘটনায় তানোর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এই অগ্নিকান্ড নগদ অর্থসহ ফ্রিজ, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি দুই তলা বিশিষ্ট মাটির আবাসিক ভবনটি পুরোটাই নষ্ট হয়েগেছে। প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে হঠাৎ বৈদ্যতিক স্বর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাতে মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় শিক্ষক ও শিশুরা কেউ ঘরে ছিলেন না সবাই এতিম খানার পার্শ্বের মাদ্রাসায় ক্লাশে ছিলেন। ফলে কেউ কোন ধরনের আহত হননি। খবর দেয়া হলে তানোর ফায়ার সার্ভিসের কর্মিরা প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু এরমাঝেই সব পুড়ে যায়। এতিম খানার খাদেম...
Developed by BDITHOST