মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় একটি কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে অবহেলা ও অনুমতি ছাড়া আলু বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোঃ মামুনুর রশিদ ২৮ পিতা আলহাজ্ব শামসুদ্দিন গ্রাম কালনা ডাকঘর তালন্দ তানোর রাজশাহী। তিনি জানান, গত ৩ জুলাই ২০২৫ থেকে ১৮ জুলাই ২০২৫ তারিখের মধ্যে আল মদিনা কোল্ড স্টোরেজে বুকিং নম্বর ৬০৭ এর মাধ্যমে মোট ৪ হাজার ১৪৫ বস্তা আলু সংরক্ষণ করেন। এর মধ্যে দিনাজপুরের এক হাজার বস্তা আলু বীজ হিসেবে রাখা হয়।
অভিযোগে বলা হয়, স্টোরেজ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও যথাযথ সংরক্ষণের অভাবে ওই এক হাজার বস্তা বীজ আলু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। বিষয়টি জানালে স্টোরেজ ম্যানেজার মোঃ মাহাবুর রহমান তালবাহানা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরবর্তীতে ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে অবশিষ্ট আলু পরিদর্শনে গিয়ে বস্তার সংখ্যায় ঘাটতি লক্ষ্য করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ম্যানেজার সঠিক সংরক্ষণের কথা জানান। তবে ২৫ ডিসেম্বর ২০২৫ বিকেলে পুনরায় পরিদর্শনে গিয়ে জানতে পারেন, তার এক হাজার ৩০০ বস্তা আলু কোনো ধরনের পূর্ব অবগত ছাড়াই বিক্রি করে দেওয়া হয়েছে।
অভিযোগকারীর দাবি, ওই এক হাজার ৩০০ বস্তা আলুর আনুমানিক মূল্য ১৬ লাখ ৯০ হাজার টাকা। এ বিষয়ে প্রশ্ন করলে ম্যানেজার জানান, স্টোরেজ মালিকের নির্দেশে আলু বিক্রি করা হয়েছে এবং ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়া হবে। তবে পরবর্তীতে টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়।
সব মিলিয়ে তার মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৪১ লাখ ৯০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা ফেরত না পেলে তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলেও জানান।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে আল মদিনা কোল্ড স্টোরেজের ম্যানেজারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
