নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৫:৩৩। ১৯ নভেম্বর, ২০২৫।

তানোরে চাঁন্দুড়িয়া ইউনিয়নে নির্বাচনী সেন্টার কমিটি গঠনে প্রস্তুতি সভা

নভেম্বর ১৯, ২০২৫ ৪:০২
Link Copied!

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী সেন্টার কমিটি গঠনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার আবু বক্কর স্কুল এন্ড কলেজ মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

সভাপতিত্ব করেন চাঁন্দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি তফিজ উদ্দিন। প্রস্তুতি সভা সঞ্চালনা করেন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান রিমন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁন্দুড়িয়া ইউনিয়েনর সাবেক চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, ড্যাবের কেন্দ্রীয় সদস্য ও ক্রীড়া সম্পাদক ডাক্তার মিজানুর রহমান।

মুণ্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির, চাঁন্দুড়িয়া ইউনিয়ন সাবেক সভাপতি মুনসুর রহমান, চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোহেল রানা, চাঁন্দুড়িয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক কাউসার আলী, চাঁন্দুড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ,চাঁন্দুড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী,৭ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রজব আলী।
চাঁন্দুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদল সভাপতি আব্দুর রাকিব,জুয়েল রানা সাবেক যুগ্ম আহ্বায়ক চান্দুরিয়া ইউনিয়ন যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা,তোফাজ্জল হোসেন,জসিম উদ্দিন,ইয়াকুব আলী,আবু বাক্কার, তাহাসান আলী মেম্বার, সুরমান আলী মেম্বার সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।