তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে জমি দখলের জন্য বেড়া ভাংচুর ও ফসল নষ্ট ও পুকুরের মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর উত্তর পাড়া মহল্লার পুকুরে ও জমির মাঠে। এনিয়ে উভয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় ২৫ অক্টোবর বিকালে পৈত্রিক সুত্রে পাওয়া জমি ও পুকুর মালিক পাঁচন্দর উত্তর পাড়া মহল্লার মৃত সমির উদ্দিনের পুত্র আইনুদ্দীন বাদি হয়ে একই মহল্লার শামসুদ্দিনের ৩ পুত্র ইনসান আলী (৩৫) সেজাউল ইসলাম (৩০) রেজাউল ইসলাম (৩২) ও মুন্ডমালা মহল্লার মৃত তাছির উদ্দিনের পুত্র রোকনুজ্জামন রোকনের বিরুদ্ধে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্র একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর মৌজার জে-এল নং ৭০, খতিয়ান নাম্বার ১৯০,৭৭। দাগ নম্বার ১৪৮,৩১৫ রকম ধানী ও পুকুর এর পরিমান ১ একর ৬ শতাংশ জমি ক্রয় ও পৈত্রিক সম্পত্তি ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হয়ে খাজনা খারিজ করে দীর্ঘদিন ধরে দখলে রেখে চাষাবাদ করে আসছেন বাদি আইনুদ্দীন। উক্ত সম্পত্তি জবর দখলের জন্য বেশ কিছুদিন ধরে বিবাদী ইনসান আলী ও তার ভাইসহ রোকন দখলের চেষ্টার পায়তারা করে আসছিলেন। গত ১৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে বিবাদীরা তাদের দলবল নিয়ে আইনুদ্দীনের চাষকৃত পুকুরের প্রায় ৫০ হাজার টাকার মাছ লুট করে নেয় এবং ২৫ অক্টোবর দুপুরেজমির বেড়্যা ভেঙ্গে রোপককৃত প্রায় ১০ হাজার টাকা মুল্যের মাশকালাইয়ের ফসল নষ্ট করে।
এবিষয়ে যোগাযোগ চেষ্টা করে অভিযুক্ত ইনসান আলীর কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে, মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর কমলেস দাস বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এসআই সোনাতনকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি। যোগাযোগ করা হলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোনাতন বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুই পক্ষকে কাগজপত্র নিয়ে তদন্ত কেন্দ্রে ডাকা হয়েছিলো কিন্তু কোন পক্ষেই আসেননি। বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

