তানোর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে উপজেলা পরিষদ থেকে আনন্দ মিছিল টি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মিছিলের নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিছিলের সার্বিক তত্বাবধায়নকারী সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহবায়ক মাওলানা আবুল কাশেম, বাঁধাইড় ইউপি সভাপতি আল আমিন হোসেন পলাশ, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফিরোজ কবির, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, চান্দুড়িয়া ইউপি সভাপতি আবুল কালাম আজাদ,সম্পাদক সাজ্জাদ হোসেন, পাচন্দর ইউপি সভাপতি প্রভাষক মজিবুর রহমান, তালন্দ ইউপি সভাপতি শামসুদ্দিন, সম্পাদক জিল্লুর রহমান নান্নু, কলমা ইউপি সভাপতি মুস্তাফিজুর রহমান, কামারগাঁ ইউপি সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, আবু সাঈদ বাবু, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি, ছাত্র দলের আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ। সভায় সাত ইউনিয়ন ও দুই পৌরসভার হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ও মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে সাবেক মেয়র মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি তুলে স্লোগান দেয়া হয় ।
এদিকে মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মডেল মসজিদ থেকে মিছিল টি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোল্লাপাড়া বাজার ফুলবল মাঠে অনুষ্ঠিত হয় পথ সভা। মিছিলে নেতৃত্ব দেন ও সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মসজিদ মিশনের সভাপতি সাবেক আমীর অধ্যাপক জামিলুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদির জামায়াতের পৌর আমীর মাওলানা মুকছেদ আলী প্রমুখ। মিছিলে সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
অপর দিকে বিকালে তানোর গোল্লা পাড়া বাজারস্থ বিএনপির একাংশের দলীয় কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের আয়োজনে গোল্লাপাড়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এমএ মালেক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন। জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি, বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব আরশাদ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারগাঁ ইউপি বিএনপির একাংশের সভাপতি খলিলুর রহমান খলিল, সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল ওয়াহেদ, ওমর আলী, পৌর বিএনপি নেতা বাদল, যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, সাবেক পৌর কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম, সাবেক সদস্য সচিব আফজাল হোসেন প্রমুখ। এসময় উপজেলা সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।