
তানোর প্রতিনিধি : ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এখনই যথাযথ উদ্যোগ গ্রহণ না করা হলে ডেঙ্গু মহামারি সমস্যায় রূপ নিতে পারে। তবে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করে অল্প দিনেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সাধারণ মানুষের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর তানোর উপজেলা পরিষদ হলরুমে ডেঙ্গু প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন। ইউএনও বিল্লাল হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু রোগকে জাতীয় সমস্যা হিসেবে...
Developed by BDITHOST