নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১:৩৩। ২১ মে, ২০২৫।

তানোরে ড্রেনের ময়লা প্রাথমিক বিদ্যালয়ের গেটের রাস্তায় বিড়ম্বনায় শিশু শিক্ষার্থীসহ অভিভাবকরা

মে ২০, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে ড্রেনের ময়লা তুলে রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের গেটের রাস্তায়। তানোর পৌর এলাকার তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের নামনের তানোর সদরের হিন্দু পাড়া মহল্লার যাওয়ার রাস্তার দু পাশে জড়ো করে রাখা হয়েছে ড্রেনের এই ময়লা। গত কয়েকদিন আগে ওই রাস্তার ধারের ড্রেনের ময়না তুলে রাখা হয়েছে ড্রেনের ধারের রাস্তায়। ফলে, চরম দুর্গন্ধ ও ময়না আবড়জনার কারনে তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র এই রাস্তা দিয়ে চলাচল করতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের।

আরও পড়ুনঃ  কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী দীপিকা!

সচেতন পথচারী ও শিক্ষক ও শিক্ষার্থীদের অভিমত, ড্রেনের ময়না তুলে ড্রেনের ধারের রাস্তার জড়ো করে না রেখে অন্যত্র সরিয়ে ফেলা উচিৎ ছিলো। কিন্তু তানোর পৌর কর্তৃপক্ষ ড্রেন থেকে ময়না আবড়জনা তুলে ড্রেনের ধারের রাস্তায় জড়ো করে রেখেছেন। ফলে, একদিকে যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি ওই ময়লা ড্রেনেই যাচ্ছে।
তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেখা খাতুন বলেন, ড্রেনের ময়লা ও আবড়জনা বিদ্যালয়ের গেটের রাস্তায় জড়ো করে রাখতে নিষেধ করা হয়েছিলো। কিন্তু কর্তৃপক্ষ বলেছেন সুকিয়ে গেলে তুলে নেবে। তিনি বলেন, সরু ওই রাস্তার দু’ধারে বেশ কয়েকটি ভুটভুটি রাখতেও নিষেধ করা প্রতিনিয়ত কিন্তু কেউ কারো কথা শোনে না। তানোর পৌর সভার একাউন্টেন মাহাবুর রহমান বলেন, ড্রেনের ময়লা ও আবড়জনা একটু সুকিয়ে গেলেই ভ্যানে করে তুলে অন্যত্র নেয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, কাঁদা অবস্থার কারনে সরানো সম্ভব হয়নি বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।