নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১২:৪২। ২১ মে, ২০২৫।

তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মে ২০, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাইদ সাজু, তানোর : ‘প্লাষ্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে’ রাজশাহীর তানোরে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্ঠতে প্লাস্টিাক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র যৌথ আয়োজনে গোল্লাপাড়া বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে তানোর উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে : বড়াইগ্রামে হেযবুত তওহীদের মানববন্ধন ও বিক্ষোভ

তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নিবার্হী অফিসার লিয়াকত সালমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র সিনিয়ন প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল ও তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ‘জনগণের কথা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র সিনিয়ন প্রোগ্রাম অফিসার এন্ডিকাস মুর্মু, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক খান, তানোর থানার এসআই নজরুল ইসলাম, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সহ সভাপতি জব্বার আলী, অর্থ সম্পাদক তুহিন পারভেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র প্রোগ্রাম অফিসার সন্তোস মিত্র, নিকোলাস ঢালী, ঝুনু লিমা বৈদ্য, (সিপি) নন্দিনী রোজারিও প্রমুখ।

আরও পড়ুনঃ  জবি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ শুরু

সভায় বক্তারা বলেন, নিজেদের ভাল চাইলে নিজেকে সজাক রেখে প্লাস্টিক বর্জন করতে হবে। নিজ নিজ এলাকায় পড়ে থাকা প্লাস্টিক মুক্ত করতে হবে। প্লাস্টিক নিজেদের শরীরের যেমন ঝুকি তেমনি পরিবেশ ও জমি ক্ষেতের জন্য মারাত্বক হুমকি। তাই নিজেরা দায়িত্ব নিয়ে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।