নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১২:৫৮। ১৪ আগস্ট, ২০২৫।

তানোরে বিল কুমারী বিলসহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ

আগস্ট ১৩, ২০২৫ ৯:৪৭
Link Copied!

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বিল কুমারী বিল ও উন্মুক্ত জলাশয়সহ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন রাজশাহী জেলা মৎস্য অফিসার জাঙ্গাহীর আলম।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে ও তানোর উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেনের সঞ্চালনায় মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ, তানোর উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ। এসময় উপজেরা প্রশাসনসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে স্টোরে বন্দুক হামলা, নিহত ৩

তানোর উপজেলা মৎস্য অফিসার বাবুর হোসেন বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে ১লাখ ২০ হাজার টাকা মুল্যের বিভিন্ন প্রজাতির মাছের সাড়ে ৩শ’ কেজি পোনা মাছ তানোর বিল কুমারী বিলসহ উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত ২টি পুকুর এবং চাপড়া এতিমখানা পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।