
তানোর প্রতিনিধি : রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক হাফিজা খাতুনের বিরুদ্ধে আটক বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদি হয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।এছাড়াও আর্থিক লেনদেনের একটি অডিও কল রেকর্ড জমা দেয়া হয়েছে। অন্যদিকে আর্থিক লেনদেনের অডিও কল রেকর্ড ও লিখিত অভিযোগ গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। এখবর ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগে প্রকাশ, গত ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টার দিকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক হাফিজা খাতুনের নেতৃত্ব একটি টিম। তানোর পৌরসভার সুমাশপুর মহল্লার বাসিন্দা ট্রাক চালক আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। কিন্ত্ত তার পরেও মাদক সেবনের কথিত অভিযোগে আলমগীরকে আটক করা হয়। আটকের কারন জানতে চাইলে তার স্ত্রীর...
Developed by BDITHOST