নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১১:১০। ৭ জানুয়ারি, ২০২৬।

তানোরে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জানুয়ারি ৫, ২০২৬ ৬:০৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ছয় মাসের সাজাপ্রাপ্ত ও তিন হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট রাজশাহী জেলার তানোর থানাধীন চান্দুরিয়া ইউনিয়নের আরাজি এক্তারপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  বিপিএলে বিদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড

অভিযানে গ্রেফতার হওয়া আসামির নাম মোহাম্মদ নাইমুল (৪৫)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কসিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আফসর আলীর ছেলে।

আরও পড়ুনঃ  আরটিজেএ নেতৃত্বে শ.ম সাজু ও রাসেল মোস্তাফিজ

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত নাইমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ছিল। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিলেন।

আরও পড়ুনঃ  গাড়ির ডালায় মিলল ৩৭ লাখ টাকা, প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।