মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় সরকারি এক নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ইলামদহী গ্রামের বাসিন্দাদের পক্ষে রাকিব উদ্দিন বাদী হয়ে গত ৬ জানুয়ারি বাড়ি নির্মাণকারী রাজু ও তাঁর পুত্র সুমনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি খাস জমি দখল করে কোনো ধরনের অনুমোদন বা নকশা অনুমোদন ছাড়াই পাকা ভবন নির্মাণ করা হচ্ছে।
অভিযোগকারীদের দাবি, লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ হয়নি। বরং নির্মাণ কার্যক্রম অব্যাহত থাকায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীরা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকা ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন ও নকশা অনুমোদন বাধ্যতামূলক হলেও এ ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি। নীতিমালা লঙ্ঘন করে সরকারি জমিতে ভবন নির্মাণ চলমান থাকলেও দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।
সোমবার সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সরকারি খাস জমিতে বাড়ি নির্মাণের কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত রাজু দাবি করেন, জমিটি তাঁর পৈত্রিক সম্পত্তি এবং মোট ছয় শতাংশ জমির মধ্যে চার শতাংশে বাড়ি নির্মাণ করা হচ্ছে। তাঁর ভাষ্য, যদি সরকারি সার্ভেয়ার মাপজোক করে প্রমাণ করেন যে জমিটি খাস, তাহলে তিনি নির্মাণ কাজ বন্ধ করবেন।
অন্যদিকে অভিযোগকারী রাকিব উদ্দিন বলেন, জমিটি এক নম্বর খাস খতিয়ানভুক্ত। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাণকাজ বন্ধ না হওয়া প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে সার্ভে ও মাপজোকের আওতায় রয়েছে। সার্ভে শেষে জমির প্রকৃত অবস্থা নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
