নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৯:৫৬। ২৪ আগস্ট, ২০২৫।

তানোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ডেপুটি এটর্নি জেনারেল মাহফুজুর রহমান

জুলাই ৬, ২০২৫ ৮:১৯
Link Copied!

সাইদ সাজু, তানোর : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সহকারী এটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল, সুপ্রীম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট রাজশাহী -১ আসনে সংসদ সদস্য পদে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

শনিবার সন্ধ্যায় তানোর থানার মোডস্থ আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তানোর পৌর সভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সমশের সরকার, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, তানোর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর। তানোর প্রেস ক্রাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।

আরও পড়ুনঃ  চীন-ভারত সীমান্ত বিরোধ মেটাতে দিল্লির বৈঠকে কী আলোচনা হলো?

তানোর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রন্জু, তানোর মডেল প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনি ও আলিফ হোসেন, তানোর উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি মফিজ উদ্দিন, তানোর প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, সদস্য মাহাবুব জুয়েল, মমিনুল ইসলাম মমিন, ওবাইদুর রহমান সুজন, তানোর উপজেলা প্রেস ক্লাবের সদস্য হামিদুর রহমান চৌধুরী, সৈযদ মাহমুদ শাওন প্রমুখ। এসময় তানোর উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তানোরে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

এসময় ব্যারিষ্টার মাহফুজুল রহমান মিলন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ত্যাগের মধ্যদিয়ে ঘটা গণঅভ্যুত্থান ঘটেছে। গনঅভ্যুত্থানের চেতনা বুকে ধারন করে নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, সত্য প্রকাশে কোন সমস্যা হলে তিনি

আরও পড়ুনঃ  ইসিজি নেই, চিকিৎসক নেই, চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নয়, শুধু রেফার!

সাংবাদিককের পাশে থেকে সকল প্রকার সহযোগিতার করার আশ্বাষ দেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে সাংবাদিকরাও ভূমিকা রেখেছেন। দেশকে এগিযে নিতে আগামীতেও ভূমিকা রাখতে সাংবাদিককে প্রতি আহবান জানান তিনি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।