তানোর প্রতিনিধি : রাজশাহী তানোরে স্বেচ্ছা সেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে তানোর উপজেলা অডিটোরিয়াম হল রুমে তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাবুবুব রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাসুদুর রহমান লিটন।
তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ ও তানোর পৌর স্বেচ্ছা সেবক দল সদস্য সচিব হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছা সেবক দল সদস্য সচিব সাহারিয়ার আমিন বিপুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছা সেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক আরেফিন কনক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাসেল, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গাফফার, জালাল উদ্দীন, রাকিব, আব্দুর রাজ্জাক,সেলিম উদ্দীন প্রমুখ। এসময় তানোর উপজেলা ও তানোর পৌর সভার প্রতিটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিতি ছিলেন।