নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ২:৫৩। ১০ ডিসেম্বর, ২০২৫।

তানোর থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার

ডিসেম্বর ১০, ২০২৫ ১:৫৩
Link Copied!

মমিনুল ইসলাম মুন প্রতিনিধি : রাজশাহীর তানোর থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। মঙ্গলবার (০৯ ডিসেম্বর ) তানোর থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালীন সময়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাইনুল ইসলাম।

থানায় পৌঁছে পুলিশ সুপার নবাগত অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামানসহ থানার সকল অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেবামূলক কার্যক্রম এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল নিয়ে জোকোভিচের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

মতবিনিময়কালে পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন,জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি থানায় সেবা নিতে আসা মানুষ যেন ন্যায়বিচার এবং নিরাপত্তার নিশ্চয়তা পায় এটাই আমাদের মূল লক্ষ্য। দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সততা এবং মানবিকতা বজায় রাখতে হবে। কোন ধরনের অনিয়ম, দুর্নীতি বা শৃঙ্খলাভঙ্গ বরদাশত করা হবে না।

আরও পড়ুনঃ  মোহাম্মদপুর ট্র্যাজেডি : নাটোরে পৌঁছল মা-মেয়ের মরদেহ

তিনি আরও বলেন,জনগণের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে টহল, বিট পুলিশিং ও অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি সংবেদনশীল আচরণ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র হলে জনগণ মেনে নেবে না: ফয়জুল করীম

পরিদর্শন শেষে তিনি থানার বিভিন্ন কক্ষ, ডিউটি অফিস, হাজতখানা ও রেকর্ড শাখা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পুলিশ সুপারের এই পরিদর্শন তানোর থানার আইনশৃঙ্খলা রক্ষা ও সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।