
স্টাফ রিপোর্টার: রাজশাহীর তাপমাত্রা আবারও ৪০ ডিগ্রিতে উঠেছে। আর দিনের সর্বোচ্চ এ তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে বাতাসের আদ্রতাও। ফলে তীব্র গরমে আবারও অসহনীয় হয়ে উঠেছে জীবনযাত্রা। গরমের মধ্যেও ঠোঁট ও হাত-পা ফেটে যাচ্ছে। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। দুপুর গড়াতেই প্রধান প্রধান সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। একটু সুশীতল হাওয়ার পরশ পেতে মানুষ গাছপালার নিচে আশ্রয় নিয়ে থাকার চেষ্টা করছেন। মানুষের পাশাপাশি পশু-পাখিরাও কষ্ট পাচ্ছে। সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র তাপপ্রবাহ বলা হয়। এছাড়া তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলেই তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এর মধ্যে গত...
Developed by BDITHOST