নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:২৯। ১১ নভেম্বর, ২০২৫।

তাপসের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

আগস্ট ২০, ২০২৩ ১:০৮
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বদরুল ইসলাম তাপসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

শনিবার বিকাল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বদরুল ইসলাম তাপসের বাড়ি দুর্গাপুর উপজেলা ঝালুকা ইউনিয়নের আমগাছি গ্রামে।

বদরুল ইসলাম তাপস রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং দূর্গাপুর-পুঠিয়া আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এ্যাড. তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক-এঁর জ্যেষ্ঠপুত্র।

মরহুম বদরুল ইসলাম তাপসের বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।