
অনলাইন ডেস্ক: বিশ্বকাপের চলতি আসরে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে রেখে তারুণ্যনির্ভর দল নিয়ে ভারত সফরে যায় বাংলাদেশ। বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ দলে সাতজনের অভিষেক হয়। এদের মধ্যে তাওহিদ হৃদয়, শরিফুল ইলাম, তানজিদ হাসান তামিমের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু বড়দের বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারেননি তানজিদ হাসান তামিম-তাওহিদ হৃদয় ও শরিফুলরা। বড় মঞ্চে ভালো করার প্রত্যাশার চাপ থেকে এমন হয়েছে কিনা, তা জানা নেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের। রোববার দিল্লিতে সংবাদমাধ্যমকে হাথুরুসিংহে বলেন, প্রত্যাশার ফাঁকা বেলুন কিনা এখানে হ্যাঁ বা না বললে, সেটা শুধুই অনুমান করা হবে। সত্যি বললে, আমি জানি না। এক্ষেত্রে একটা জিনিসই মনে হতে পারে, সবার উচ্চাশা। কারণ ক্রিকেটাররা, আমরা সবাই বড় মঞ্চে পারফর্ম করতে চাই। এটি এক ধরনের প্রত্যাশা। এটি চাপ হতে...
Developed by BDITHOST