নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:৫৪। ১৮ নভেম্বর, ২০২৫।

তারেক রহমানের জন্মদিন অনুষ্ঠান না করতে নেতা-কর্মীদের নির্দেশনা

নভেম্বর ১৮, ২০২৫ ১০:৪২
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি বছর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালনে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দিনটি উপলক্ষ্যে কেক কাটা, পোষ্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী দলের সব ইউনিটের নেতাকর্মীদেরকে দলীয় এই নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য আহবান জানানো হয়।

তারেক রহমানরে জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলের মধ্যে তারেক জ্যেষ্ঠ সন্তান।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্যে থেকেই দায়িত্ব পালন করছেন তারেক রহমান। সেখান থেকে সবসময় ভার্চুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।