
অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন নির্ভর করছে তার নিরাপত্তা নিশ্চয়তার ওপর। দলীয় সূত্র জানিয়েছে, ফেরার আগে নিরাপত্তা ইস্যুটি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ নিয়ে দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিশেষ করে তারেক রহমান দেশে ফিরলে তাকে কীভাবে সুরক্ষা দেওয়া হবে—এই বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানায় বিএনপির ঘনিষ্ঠ সূত্র। জানা গেছে, সরকারের পক্ষ থেকেও তার নিরাপত্তার স্বার্থে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সূত্র বলছে, বিশেষ নিরাপত্তা প্রদানের বিষয়টি নিশ্চিত হলেই বিএনপির শীর্ষ পর্যায় থেকে তারেক রহমানের দেশে ফেরার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে। এমন অবস্থানই এখন দলের অভ্যন্তর থেকে পরিষ্কারভাবে জানা যাচ্ছে। এদিকে তার নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর...
Developed by BDITHOST