
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিকেলে তাহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম সামছুর রহমান মিন্টু এর নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে তাহেরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হরিতলা মোড়ে এক পথসভায় মিলিত হয়। তাহেরপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কাইজার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আবু নঈম সামছুর রহমান মিন্টু। পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতী, ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হোসেন, রহিদুল ইসলাম, পৌর যুবদল আহ্বায়ক রফিকুল ইসলাম, যুবনেতা...
Developed by BDITHOST