
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. তাহের আহমেদ হত্যা মামলার দুই ফাঁসির আসামির সঙ্গে শেষ সাক্ষাৎ করেছেন স্বজনেরা। সাক্ষাতের জন্য গত রোববার রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাদের চিঠি দেয়। এরপর মঙ্গলবার স্বজনেরা কারাগারে গিয়ে শেষবারের মতো সাক্ষাৎ করেন। বেলা ১১টার দিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাবির একই বিভাগের বরখাস্ত হওয়া সহযোগী অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিনের স্বজনেরা সাক্ষাৎ করেন। অনেকটা গোপনে একটি কালো মাইক্রোবাসে করে তারা কারাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে দুপুরে তারা আবার মাইক্রোবাসে চড়েই চলে যান। পরে দুপুর ১২টার দিকে আরেক আসামি ড. তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমের স্বজনেরা সাক্ষাৎ করতে আসেন। দুপুর পৌনে ১টার দিকে একে তারা ভেতরে প্রবেশ করেন। হুইল চেয়ারে বসে এসেছিলেন জাহাঙ্গীরের প্যারালাইজড বাবা আজিম উদ্দিনও। ছিলেন...
Developed by BDITHOST