
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অটোরিকশার বিরুদ্ধে ট্রাফিক পুলিশের চলমান অভিযানকে কেন্দ্র করে নগরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এখন কোনো সার্জেন্ট অটোরিকশা ধরলেই চালকদের গুনতে হচ্ছে দুই হাজার ছয়শো টাকার জরিমানা—যা আগে ছিল মাত্র তিনশো টাকা। হঠাৎ বেড়ে যাওয়া এই জরিমানাকে আয়-উপার্জনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দাবি করে রাজশাহী মহানগরের শতাধিক অটোরিকশা চালক বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আরএমপি ট্রাফিক বিভাগের কার্যালয়ের সামনে বিক্ষোভে জড়ো হন। তারা বলছেন, তিন দিন অটো চালিয়েও জরিমানার টাকা ওঠে না। এ জরিমানা তারা মানেন না। বিক্ষোভকারীরা জানান, নগরে অটোরিকশা এখন দুই শিফটে চলে। সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে সবুজ রঙের অটোরিকশা, আর পরের শিফটে চলে মেরুন রঙের অটোরিকশা। গ্রাম থেকে অনেক সময় অটোরিকশা হাসপাতালে রোগী নিয়ে আসেন। শহর থেকে বের হতে হতে শিফট পরিবর্তন হয়ে গেলে সার্জেন্ট...
Developed by BDITHOST