নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সন্ধ্যা ৬:১২। ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৪:৩৪
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী তিন দিনে দেশের বিভিন্ন নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এ সময়ে বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে প্লাবনের সম্ভাবনা দেখা দিয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  যশোর-কলকাতা রোডে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ১

এতে বলা হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। এ সময়ে তিস্তা ও দুধকুমার বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ নিয়ে ভুল বার্তা গেছে, ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে

এ ছাড়া সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বাড়তে পারে এবং সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স ১০১ কোটি ৮০ লাখ ডলার

চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানিও এ সময়ে বৃদ্ধি পেতে পারে। মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে সাময়িক প্লাবন দেখা দিতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।