
অনলাইন ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা শুক্রবার ৪১,০০০ ছাড়িয়েছে। ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘ ১ বিলিয়ন ডলারের সহায়তার আবেদন করেছে৷ গত ১০০ বছরের মধ্যে ১০টি সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের একটি তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্প। ভূমিকম্পের এগারো দিন পর তুর্কি উদ্ধারকারীরা ১৭ বছর বয়সী একটি মেয়ে এবং ২০ বছর বয়সী এক মহিলাকে ধ্বংসস্তুপ থেকে বের করে এনেছে৷ ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী শহর কাহরামানমারাসে আলেনা ওলমেজকে উদ্ধারে অংশ নেওয়ার পর কয়লা খনি শ্রমিক আলী আকদোগান বলেন, ‘তিনি ভালো স্বাস্থ্যে আছেন বলে মনে হচ্ছে। তিনি চোখ খুললেন এবং বন্ধ করলেন।’ কিন্তু জীবিতদের খুঁজে পাওয়ার আশা অনেকাংশে ম্লান হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ অঞ্চলে অনেকেই একটি মারাত্মক জরুরি অবস্থার মুখোমুখি হচ্ছে। তারা খাবার, পানি এবং টয়লেট ছাড়াই ঠান্ডায় হিমায়িত অবস্থায় রয়েছেন, এতে রোগব্যাধি ছড়িয়ে...
Developed by BDITHOST