নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৩:৩১। ৩০ জানুয়ারি, ২০২৬।

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

নভেম্বর ২৭, ২০২৫ ২:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ  বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের আসল শক্তি : ডিআইজি

গতকালের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের প্রকোপ কমেনি; বরং সকালের হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতায় শীত আরও অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। ভোরে প্রবল ঠান্ডা বাতাসে জনজীবনে শীতের চাপ বাড়লেও পরে সকালে হালকা রোদের দেখা মেলে।

আরও পড়ুনঃ  রাজশাহী-৩ আসনে দাঁড়িপাল্লার পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন

এর আগে বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে ধীরে নামছে, ডিসেম্বরের শুরু থেকেই শীত আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, উত্তরাঞ্চলে মৃদু শৈতপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।