স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি ও নাচোলের ‘রাণীমা’ খ্যাত ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ইলা মিত্র জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে এসে আদিবাসী ও বাঙালি কৃষক সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং আদিবাসী নারী-পুরুষ। সমাবেশে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক উদয় শংকর বিশ্বাস, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, আহ্বায়ক বঙ্গপাল সরদার, আদিবাসী লেখক ও গবেষক পিথুশিলাক মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু এবং জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কি। বক্তারা বলেন, রাণী ইলা মিত্র ছিলেন কৃষক অধিকার ও নারীর মর্যাদার...
Developed by BDITHOST