নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। দুপুর ১২:০৬। ১০ মে, ২০২৫।

তোষকের নিচে লুকানো ছিল অস্ত্র, যুবক গ্রেপ্তার

নভেম্বর ৩০, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক অস্ত্র কারবারির বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব। বাড়িটির বিছানায় তোষকের নিচে লুকিয়ে রাখা দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এ সময় বাড়ির মালিক জনি ইসলামকে (২৭) গ্রেপ্তার করা হয়। দুর্গাপুরের গগনবাড়িয়া গ্রামে তার বাড়ি।

র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। বুধবার দিবাগত রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, এ ঘটনায় জনির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।