নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৩:৪২। ৭ জুলাই, ২০২৫।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রাজশাহী ৬ আসনে ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে ভোটাররা

জুলাই ৬, ২০২৫ ১১:৫১
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছেন ভোটাররা। এবার নির্বাচনে ‘ক্লিন ইমেজ’ধারী প্রার্থীদের প্রাধান্য দেবে বিএনপি। বিতর্কিত বা অপকর্মের সাথে জড়িত কাউকে মনোনয়ন দেবে না দলটি।

জানা গেছে, গত ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয় দু’জনকে। একজন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বাঘা থানা বিএনপি’র সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খাঁন মানিক। অপরজন জেলা বিএনপি’র আহ্বায়ক, চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদ। এবারও তারা মনোনয়ন পাওয়ার আশায় এলাকায় নিয়মিত সভা-সমাবেশ করছেন এবং কেন্দ্রের সঙ্গে যোগাযোগ অভ্যাহত রেখে চলেছেন। আগামী দিনে কে হবেন এই আসনে ধানের শীষের কান্ডারি। সে অপেক্ষায় প্রহর গুনছেন দলীয় লোকজন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতী সংসদ নির্বাচনে দল থেকে যাদের চূড়ান্ত প্রার্থী করা হয়েছিল, যারা দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন। বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবর-পরবর্তী আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী ও ক্লিন ইমেজধারীদের দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকার খসড়া তৈরি করা হবে। দলটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে ‘গ্রিন সিগন্যাল’ না দিলেও দলের সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই নির্বাচনী এলাকায় যোগাযোগ বাড়িয়েছেন তারা। দলের নির্দেশনা মেনে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন তারা। সম্ভাব্য প্রার্থীরা তাদের কার্যক্রমের মধ্য দিয়ে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হযরত শাহ্দৌলা (রঃ) এর পূণ্যভুমি ঐতিহাসিক বাঘা ও চারঘাট নিয়ে গঠিত রাজশাহী-৬ আসন।

আরও পড়ুনঃ  সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ : নাহিদ ইসলাম

দলের একাংশের নেতা-কর্মীরা জানান, গত ২০১৮ সালের নির্বাচনে নুরুজ্জামান খাঁন মানিকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল। এদিক থেকে এবারও দলীয় মনোনয়নে এগিয়ে রয়েছেন তিনি। তবে দলীয়ভাবে যাকে মনোনয়ন দেয়া হবে, তাকে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়বেন। এদিকে বিএনপি’র তৃণমূলের নেতা-কর্মীরাও ক্লিন ইমেজের পাশাপাশি আন্দোলন-সংগ্রাম এবং সুখে-দুঃখে কর্মীদের পাশে থাকা নেতাকে আগামী নির্বাচনে দলের প্রার্থী হিসেবে চান। এনির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে ভোটাররা।

তারা আরও জানান, বিএনপির হাইপ্রোফাইল নেতাদের দুর্দিনে
নিরাপদে থাকার সুযোগ করে দেয়ার জন্য ভুমিকা রেখেছেন তিনি। এছাড়া দির্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন -সংগ্রাম করতে গিয়ে অসংখ্য রাজনৈতিক মামলা-হামলার শিকার ও কারাবন্দী হয়েছেন তিনি। ফলে ব্যাবসায়িক দিক থেকে আর্থিক ভাবে অপূরণীয় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

সেবিবেচনায় এবারও ক্লিন ইমেজের এই নেতা নুরুজ্জামান খাঁন মানিককে দলীয় মনোনয়ন দেয়া হবে বলে আশা করেন তারা। তাকে দলীয় মনোনয়ন দেয়া হলে আন্দলোন-সংগ্রাম, ত্যাগের কথা বিবেচনা করে জনগণ বিপুল ভোটে তাকেই বিজয়ী করবেন।

অপরদিকে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ অনুসারী নেতা-কর্মীরা জানান, আন্দোলন- সংগ্রাম করতে গিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। জেল-জুলুম ও নির্যাতনে শিকার হয়েছেন। তিনি কারাবন্দী থাকা অবস্থায় তার মাতা ও স্ত্রী মৃত্যুবরণ করেছেন। এদিক থেকে বিবেচনা করে আবু সাইদ চাঁদ মনোনয়ন পাবেন বলে আশা করেন তারা।

এ প্রসঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য রমেশ দ্ত্ত এই প্রতিবেককে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন, তৃণমূলের নেতাকর্মীরা সেটাই মেনে নেবেন। তবে তাদের প্রত্যাশা-যেসব প্রার্থী আন্দোলন-সংগ্রাম ও সামাজিক কর্মকাণ্ডে কর্মীদের সঙ্গে ছিলেন, কারাগারে কর্মীদের দেখভাল করেছেন, জামিনের চেষ্টা করেছেন তথা দুর্দিনে কর্মীদের পাশে ছিলেন, তাদের মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। এমন নেতাদের দলীয় মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের কর্মীরা আনন্দিত হবেন। তবে দলের হাইকমান্ডের বাইরে তারা কখনো যাবেন না। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, ধানের শীষ যার, তারা তার। অপরদিকে একক প্রার্থী হিসেবে চারঘাট বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ও রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাজমুল হকের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আরও পড়ুনঃ  ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম রাকাব

এবিষয়ে বাঘা উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল- মামুন নুহু বলেন, এ আসনে জামায়াতের নেতাকর্মীরা আগে থেকেই মাঠে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। অধ্যক্ষ নাজমুল হক খুবই সৎ, যোগ্য ও আধুনিক চিন্তাশীলতা ও কর্মীবান্ধব নেতা। বাঘা-চারঘাটের ভোটাররা তাকে যথাযথ মূল্যায়ন করবেন বলেই আশা করছি।

উল্লেখ্য,গত ফেব্রুয়ারিতে দলের এক বর্ধিত সভা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাদের নির্বাচনের জন্য প্রাথমিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।