অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন; ঠিক সেভাবেই অসংখ্য নাটক ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন। এর পাশাপাশি নিজের গ্ল্যামার দিয়েও ভক্তদের মুগ্ধ করছেন নিয়মিতই। সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। নিজের বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই শেয়ার করে থাকেন। তবে একটি কথা না বললেই নয়, দেশের ফ্যাশনিস্তা অভিনেত্রী হিসেবে পরিচিত সাফা কবিরের সাজপোশাক সবসময়ই এগিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একঝাঁক ছবিতে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী; যেখানে তার মূল আকর্ষণ ছিল পোশাক ও তার লুক। সাফা কবির বর্তমানে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। শুক্রবার ব্যাংককের একটি ক্যাফেতে উপস্থিত হয়ে নজর কেড়েছেন। এদিন তার পরনে ছিল সাদা ও গাঢ় নীল রঙের একটি ফ্লোয়িং গাউন, যা পাতার মতো নকশা দিয়ে সাজানো। গাউনটির লম্বা স্কার্ট এবং ঢিলে হাতায়...
Developed by BDITHOST