
অনলাইন ডেস্ক : নাটোরের লালপুরে ছিনতাইকারী সন্দেহে চারজনকে আটক করার পর থানায় নিয়ে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ আমলে নিয়ে এএসপিসহ সংশ্লিষ্ট থানার পাঁচ সদস্যের বিরুদ্ধে থানায় পাল্টা মামলা করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার লালপুর আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এ নির্দেশ দেন। সেই সঙ্গে আগামীকালের (১৫ জুলাই) মধ্যে আদালতে মামলার প্রতিবেদন দিতে বলা হয়। পুলিশের ওই পাঁচ সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল এএসপি) মো. শরীফ আল রাজীব, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান, এসআই ওমর ফারুক শিমুল এবং কনস্টেবল হারুন অর রশিদ। লালপুর আমলি আদালতের বেঞ্চ সহকারী আব্দুল্লাহ বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নাটোরের লালপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও...
Developed by BDITHOST